What is delta Plan | ডেল্টা প্ল্যান-২১০০ কী
- দীর্ঘমেয়াদি বলতে বোঝায় পরিকল্পনার লক্ষ্য – ২১০০। একক হল দেশের সব পরিকল্পনার আন্তযোগাযগের মাধ্যমে একক ডেল্টা।
- সমন্বিত বলতে বোঝায় পানি সম্পর্কিত সকল খাতকে একটি পরিকল্পনায় নিয়ে আসা।
জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে পানিসম্পদ ব্যবস্থাপনা, খাদ্য ও পানির নিরাপত্তা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তৈরি হওয়া শত বছরের ব-দ্বীপ পরিকল্পনা বা ডেল্টা প্লান।
ডেল্টা পরিকল্পনা, কৌশল সমূহের টেকসই উন্নয়নের মাধ্যমে ডেল্টা ভিশনে পৌঁছাতে সাহায্য করে। জলবায়ু পরিবর্তন এ সময়ে খুবই আলোচিত বিষয়, যার প্রভাবের ফলাফল আমরা এখন তিক্ততা নিয়ে প্রতিনিয়ত ভোগ করছি। আর এই কারণেই বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা (A Bangladesh Delta Plan)।
- ২০৫০ সালে দেশটির ১৪% শতাংশ এলাকা নিমজ্জিত হবে।পরিনামে ৩০ মিলিয়ন লোক জলবায়ু শরণার্থীতে পরিনত হবে।
- জলবায়ু পরিবর্তনের কারনে বন্যা, খরা, ঘূর্ণিঝড়, নদী ভাঙ্গন, পানি দূষণের মত হুমকি মারাত্মক আকার ধারন করছে।
- এর একটা উল্লেখযোগ্য পটভূমি হচ্ছে sea level rise তথা সাগরের পানির উচ্চতা বৃদ্ধি।
বাংলাদেশের মত নেদারল্যান্ড ও একটি ব-দ্বীপ রাষ্ট্র। বাংলাদেশের মত তারাও একই সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই বাংলাদশে ও নেদারল্যান্ড একত্রে ডেল্টা পরিকল্পনায় কাজ করছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মাথায় রেখে বাংলাদেশ সরকারের নেওয়া প্রকল্পটি হলো ‘ Towards a Bangladesh Delta Plan’। এই প্রকল্পের ফলাফল রচিত হবে ৫০ থেকে ১০০ বছরের একটি সমন্বিত এবং টেকসই পরিকল্পনার কাজের উপর ভিত্তি করে। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য, আমাদের নিরাপদ জীবন-জীবিকা নিশ্চিত করা এবং দেশের অর্থনীতির চাকাকে সচল রাখা।
Related Tag:
ডেল্টা প্লান ২১০০ pdf,ডেল্টা প্লান pdf,বদ্বীপ মহাপরিকল্পনা ২১০০,বাংলাদেশ ব দ্বীপ পরিকল্পনা 2100,ভিশন ২১০০,বদ্বীপ মহাপরিকল্পনা ২১০০ pdf,বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ pdf, বদ্বিপ পরিকল্পনা,delta plan 2100 pdf,delta plan 2100 essay,delta plan 2100 in bangla,delta plan 2100 summary,delta plan 2100 paragraph,delta plan meaning,bangladesh delta plan 2100 summary
What is delta Plan | ডেল্টা প্ল্যান-২১০০ কী
Reviewed by studynotebd
on
December 27, 2019
Rating:
No comments: