how to improve writing skills | ফ্রি হ্যান্ড রাইটিং-এর কৌশলসমূহ

Free Hand Writting Trick | ফ্রি হ্যান্ড রাইটিং-এর কৌশলসমূহ

how to improve writing skills
  • how to write well in english?

  • how to write better

  • how to improve writing skills

  • how to improve writing style

  • learn how to write

  • how to be a good writer




◆ Say Goodbye to Writing Errors!
◆ লেখা সঠিক, সুন্দর ও আকর্ষণীয় করতে এ পোস্ট।
বলুনতো, লিখিতর ইংলিশে ফ্রি হ্যান্ড এ কত নম্বর? জি, ১২০ নম্বর! 😊
.
বিসিএস লিখিতর ENGLISH সিলেবাস (২০০ নম্বর)
.
১। ফ্রি হ্যান্ড পার্ট :
• Essay Writing (৫০ নম্বর)
• Summary Writing (২০ নম্বর)
• Letter Writing (২০ নম্বর)
• Reading Comprehension (৩০ নম্বর এর প্রশ্নাবলি)
মোট: ১২০ নম্বর
.
২। গ্রামার পার্ট : ৩০ নম্বর
.
৩। অনুবাদ পার্ট :
• Translation from English into Bangla (২৫ নম্বর)
• Translation Bangla into English (২৫ নম্বর)
.
.
ফ্রি হ্যান্ড পার্টে ১২০ নম্বর আছে বলে এখন ফ্রি হ্যান্ডে অনেক অনেক সময় দিতে হবে, আমি সেই কথা বলছি না! পরীক্ষার ঠিক পূর্ব মুহূর্তে অর্থাৎ যখন হাতে সময় থাকবে খুব অল্প, তখন আপনি ফ্রি হ্যান্ড এর উপর অনেক অনেক সময় দেয়াটা সমীচীন বা বুদ্বিমানের কাজ হবে না। smile emoticon কারণ পরীক্ষার ঠিক পূর্ব মুহূর্তে প্রস্তুতি নিতে হবে পুরো সিলেবাসের উপর, ৯০০ নম্বরের উপর। আর ফ্রি হ্যান্ড develop করা একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া, চলমান প্রক্রিয়া। smile emoticon
.
.
কিন্তু স্বল্প সময়ে কি করা যায়?
সঠিকভাবে লিখতে লেখার বেলায় একটু 'সতর্ক' থাকা যায়। আর লেখাকে সুন্দর ও আকর্ষণীয় করতে কিছু 'মসলা' use করা যায় ! wink emoticon
.
.
★ Inversion:
লেখাকে একটু ভিন্নমাত্রা দিতে 'inversion' করা যেতে পারে।
Basic Word order = Sub + Verb
Inversion = Verb + Subject
.
Usual Pattern = I never went there.
Inverted Pattern = Never did I go there.
.
NB: একটি বাক্যকে অনেকভাবেই 'inversion' করা যেতে পারে। যেমন: Negative expression such as no, not, never, hardly, rarely, seldom ইত্যাদি use করে 'inversion' করা যেতে পারে। কিন্তু সর্বদাই এটি করার প্রয়োজন নেই!
.
.
★ Diction:
Diction হলো শব্দ চয়ন বা শব্দের ব্যবহার। শব্দের যথার্থ ব্যবহার না হলে sentence এ এই ধরণের ভুল হয়।
.
যেমনঃ
Abdullah Khaled, a leading (architect/architecture✘) desinged the Aparajeo Bangla.
.
Architect: স্থপতি
Architecture: স্থাপত্য বিদ্যা
.
.
★ Parallelism:
একটি sentence এ একই বক্তব্যের ধারাবাহিকতায় প্রদত্ত word সমজাতীয় বা সমশ্রেণীর হওয়া আবশ্যক। এটাকেই বলা হয় Parallelism. লেখাকে সুন্দর ও ত্রুটিমুক্ত রাখতে এদিকে খেয়াল রাখা আবশ্যক।
.
যেমন:
The Bangladeshis work hard, grow rice and (Live/ Living✘) happily.
.
NB: এখানে verb এর ৩ টি রূপ যথা: work, grow, Live একই রকম না হলে ভুল হবে।
.
.
★ সমার্থক শব্দ ব্যবহার করা:
লেখার বেলায় বা অনুবাদের বেলায় word মনে না পড়লে সমার্থক শব্দ ব্যবহার করা যেতে পারে।
.
যেমনঃ
'হৃদয় কাঁপানো' এর ইংরেজি 'heart-throbbing' লেখার বেলায় মনে না পড়লে 'হৃদয়স্পর্শী' এর ইংরেজি 'heart touching' লিখে কাজ চালিয়ে নিন।
হৃদয় কাঁপানো = heart-throbbing
হৃদয়স্পর্শী = heart touching
.
NB: তবে এক্ষেত্রে উপযুক্ত শব্দ চয়নে সতর্ক থাকুন। বাক্যের অর্থবোধকতা যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখুন।
.
.
★ Confusing words (Words often misused)
Accept = গ্রহণ করা
Except = ব্যতীত
.
Accede = সম্মত হওয়া/যোগ দেয়া
Exceed = অতিক্রম করা
Access = প্রবেশাধিকার
Excess = বাহুল্য
.
Advice = উপদেশ 👎
Advise = উপদেশ দেয়া (v)
.
Affect = প্রভাব বিস্তার করা/ক্ষতি করা
Effect = ফলাফল/সম্পাদন করা
.
Already = ইতোমধ্যে
All ready = সম্পূর্ণভাবে প্রস্তুত
.
Altogether = সম্পূর্ণভাবে, পুরোপুরিভাবে (adv.)
All together = সব মিলে, সব হতে (in a group)
.
Its = ইহার
It’s = ইহা হয়
.
Loose = দৃঢ়ভাবে নয়
Lose = হারানো
.
Principal = মুখ্য
Principle = নীতি
.
.
★ Tiny Paradox:
ফ্রি হ্যান্ড বা অনুবাদের সময় শব্দ চয়নে সতর্ক থাকুন। ভুলে যেন ভুল না হয় :
Some time = কিছু সময়
Sometimes = মাঝে মাঝে
Often = প্রায়ই, মাঝে মাঝে
.
In time = নির্দিষ্ট সময়ের আগে আসা
On time = কাঁটায় কাঁটায় আসা
.
Beside = পাশে
Besides = তাছাড়া
.
Than = চেয়ে, থেকে
Then = তখন
.
Either = দুইয়ের যে কোন একটি
Neither= দুইয়ের কোনটিই নয়
.
Still = তথাপি , তারপরও
Till = পর্যন্ত
.
Whom = যাকে, তাকে
Whose = যার, যেটির
Whereas = যে স্থল, যখন, পক্ষান্তরে
.
As though = যেন, যেন মনে হয়
Even though = এমন যদি হয়, এমনকি যদি
.
Had better = করা ভাল
Would rather = অধিক প্রাধান্য
.
.
★ ভুলে যেন ভুল না হয় :
এখানে = Here
সেখানে = There
যেখানে = Where
.
ফলে = As a result
ফলস্বরূপ = Consequent, Consequences
ফলশ্রুতিতে = As a result
.
অন্যদিকে = On the contrary
অপরদিকে = On the other hand
পক্ষান্তরে, অপর পক্ষে = On the other hand
.
পর্যন্ত = Till
যতক্ষণ পর্যন্ত না = Until
যতক্ষণ পর্যন্ত = As long as
.
নিম্নে = Below
নিচে = Under
.
উপড়ে = Above
উপর দিয়ে = Over
.
সত্ত্বেও = In spite of, Despite, Notwithstanding
তথাপি = Yet
এখনও= Still
.
নচেৎ = Or
নতুবা , নয় = Nor
নইলে = Otherwise
.
কারনে / নিমিত্তে = Due to/In order that
উদ্দেশ্য/লক্ষ্যে = In order to
এই জন্য = For this/that is for
.
যেহেতু = As / Since/ Now that
সেহেতু = so
.
যেন = As if
তথাপি = Yet /Neverthless
তবুও, তারপরও = Neverthless
.
যদিও = Although/Though
এমনকি = Even though
যাতে = So that/In order that
.
যখন = When/While
যখনই = Wherever
.
যদি না = Unless
যাতে না = Least
.
যাই হোক/যদিও = However
যাই হোক না কেন = Whatever
.
যে = That
এতই যে = So that
.
অধিকন্তু = Moreover
সাথে = With/Along with
.
যথার্থভাবে = Accordingly
অনুরুপভাবে = Similarely
.
উদাহরণ = For example
দৃষ্টান্ত = For instance
যেমন = Such as
.
প্রথমত = Firstly
দ্বিতীয়ত = Secondly
চূড়ান্তভাবে = Finally
সবার প্রথম = First of all
সর্বশেষে = Last of all
সর্বোপরি = Above all
.
চল্লিশ = Forty
চারবার = Four times
চতুর্থ বার = Fourth time
.
বরং = Rather
সুতরাং = Therefore
অতএব = Therefore
.
আগে, পূর্বে = Before
পরে, ফলে, তারপর = After
শুধু, ব্যতীত যে , ছাড়া = Only
অধিকতর, চেয়ে, বেশি = More
.
মূলত = Really / Actually
বস্তুত = Infact / Indeed
বাস্তবে = In reality
এই প্রেক্ষিতে = In this regard
.
এতই ... যে ... তে পারে না = So .... that
যত ... তত, মতো = As .... as
অতটা ... না, মতো না = So .... as
কি ... না, যদি = Whether
মতো, ঠিক সেই রকম = Such as
দূরের কথা, দুরবস্থান, প্রশ্নই আসে না = Let alone
করতে না করতেই/হতে না হতেই = No sooner had
সে বরং - - - - তবুও = He would rather --- than
.
.
★★ একটি গবেষণায় প্রতীয়মান হয়েছে যে, ফ্রি হ্যান্ড এর সময় আমাদের বেশিরভাগ ভুলই হয়: Subject verb agreement, right form of verb, appropriate preposition, syntax, spelling mistake .... এই বিষয়গুলোতে। তাই ফ্রি হ্যান্ড এর ত্রুটি এড়াতে একটু সময় বের করে এই বিষয়সমূহ অল্প অল্প revision করে ফেলুন! আর স্বল্প সময়ে এক ঢিলে বহু পাখি মারতে, গ্রামারের বই বা বাজারের গাইড থেকে Sentence correction পার্টটি দেখে ফেলা যায়। wink emoticon
.
.
(by Samad Azad)
how to improve writing skills | ফ্রি হ্যান্ড রাইটিং-এর কৌশলসমূহ how to improve writing skills | ফ্রি হ্যান্ড রাইটিং-এর কৌশলসমূহ Reviewed by studynotebd on December 27, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.