মালয়েশিয়ার মসনদে আধুনিক মালয়েশিয়ার রূপকার , উন্নয়ন তন্ত্রের জনক ড. মাহাথির

মালয়েশিয়ার মসনদে আধুনিক মালয়েশিয়ার রূপকার , উন্নয়ন তন্ত্রের জনক ড. মাহাথির


★আবারও মালয়েশিয়ার মসনদে আধুনিক মালয়েশিয়ার রূপকার , উন্নয়ন তন্ত্রের জনক ড. মাহাথির ।
মাহাথিরের নেতৃত্বে মালয়েশিয়ায় ৯ মেঅনুষ্ঠিত ১৪ তম জাতীয় নির্বাচনে মাহাথির ও আনোয়ার ইব্রাহীম জোটের বিজয়।মূলত নিজ দলের বিপক্ষে নির্বাচন করে তিনি এই জয় ছিনিয়ে আনেন । 
মাহাথির মুহাম্মদ(১৯৮১-২০০৩) সাল পর্যন্ত ২২ বছর ক্ষমতায় ছিলেন। ২০০৩ সালে স্বেচ্ছায় রাজনীতি থেকে অবসর গ্রহণ করেন কিন্তু দুর্নীতিসহ নানা প্রতিকূলতা দেখে ২০১৭ সালে ঘোষণা দেন তিনি আবার নির্বাচন করবেন ।
উক্তি...
★ "চিকিৎসা বিদ্যায় প্রশিক্ষণপ্রাপ্ত লোকের জন্য রাজনীতি একটি ভাল পেশা।
★ ‘ দশজন যুবক দেওয়া হলে মালয়ীদের সাথে নিয়ে আমি বিশ্বজয় করে ফেলবো।’
★"কোন দেশের রাষ্ট্র প্রধান বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার অর্থ হলো সেই দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো না । "
★ইসলাম আমাদের জীবনের অংশ,ইসলাম অবশ্যই সর্বকালের ধর্ম ।
বিশেষ তথ্যঃ
মাহাথির মুহাম্মদ বাংলাদেশের চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বংশদ্ভূত মুহাম্মদ ইস্কান্দার এর ১১তম কনিষ্ঠ সন্তান ।
গ্রন্থঃ
★The Malay dilemma
★A new deal for Asia
মালয়েশিয়ার মসনদে আধুনিক মালয়েশিয়ার রূপকার , উন্নয়ন তন্ত্রের জনক ড. মাহাথির মালয়েশিয়ার মসনদে আধুনিক মালয়েশিয়ার রূপকার , উন্নয়ন তন্ত্রের জনক ড. মাহাথির Reviewed by studynotebd on May 10, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.